মেহেরপুরে'র সদর উপজেলার নিশ্চিন্তপুরে জবিদ আলী (৭০) নামের এক কৃষকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
জবিদ আলী সদর উপজেলা'র নিশ্চিন্তপুর গ্রামের বাদল শেখের ছেলে।
পরিবারের সদস্যরা জানান গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি কেউ হত্যা করে তাকে মাঠে ফেলে রাখতে পারে।
ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিশ্চিন্তপুর মাঠে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।