লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ২৪, নতুন শঙ্কা

এফএনএস ডেস্ক | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ পিএম
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ২৪, নতুন শঙ্কা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। গত সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল ছড়িয়ে পড়েছে বিশাল এলাকাজুড়ে। বর্তমানে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন এবং পুড়ে ছাই হয়ে গেছে ১২ হাজারেরও বেশি অবকাঠামো। স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতায় ১ লাখ ৫৩ হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন আশঙ্কায় আরো ১ লাখ ৬৬ হাজার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দাবানলটি গত পাঁচদিন ধরে ব্যাপকভাবে তাণ্ডব চালানোর পর বর্তমানে প্যালিসেডস এবং ইটন এলাকার দিকে নতুন করে মোড় নিয়েছে। প্যালিসেডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় প্যালিসেডস ও ইটন ফায়ার জোনে দমকলকর্মীরা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, প্যালিসেডস দাবানলের ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এটি এখনও ২২ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এছাড়া ৪০৫ ফ্রি ওয়ের কাছে দাবানলের আগুন পৌঁছে গেছে, যা আরও বড় বিপদ সৃষ্টি করতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে, যা দাবানলের বিস্তারকে আরও ত্বরান্বিত করবে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে তল্লাশি কার্যক্রম শুরু করেছেন এবং মহাসড়কের কাছাকাছি এলাকায় আগুনের বিস্তার রোধের চেষ্টা করছেন। তবে ঝোড়ো বাতাস ও আগুনের তীব্রতা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।