ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই মেলায় মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সরকারি কয়েকটি দফতর অংশ গ্রহণ করেছেন। এই উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক শেখ সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মনছুর আহমেদ ও বিসিএসআইআর-এর সাইন্টিফিক অফিসার জসীম উদ্দীন। নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু মেলায় অংশ গ্রহণ ও ডিসপ্লে করলেই দায়িত্ব শেষ হবে না। প্রত্যেকটি বিষয় শিক্ষার্থীদের মননে মগজে ধারণ করে কাজে লাগাতে হবে। মানুষকে শেখাতে হবে। স্থানীয় পর্যায়ের নতুন উদ্ভাবনই লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণকে সহায়তা করবে। আর এটাই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সবশেষে মেলার সব গুলো ষ্টল পরিদর্শন করে মূল্যায়ন করেন ইউএনও’র নেতৃত্বে একটি টিম। মূল্যায়নে প্রথম হয়েছে উপজেলা কৃষি অফিস, দ্বিতীয় হয়েছে সরাইল সরকারি কলেজ ও তৃতীয় হয়েছে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।