কুড়িগ্রামের রাজারহাটে আলু আবাদ করে প্রচুর লোকসান হওয়ায় ২ কৃষক গুরত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যান্দ নামার চর এলাকার সবুর আলী ছেলে তুহিন মিয়া(৪০) এবারে ২০একর জমিতে আলু চাষ করেন। কিন্তু আলুর ফলন ভাল হলেও দাম না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন। তাকে ১৫লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। তাই গত রোববার(১২জানুয়ারী) সন্ধ্যায় সে হার্টস্টোক করলে এলাকাবাসীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত শনিবার একই এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে নুর জামাল(৪৫) ১০একর জমিতে আলু চাষ করে প্রায় ৫লাখ টাকা লোকসান হওয়ায় সেও অসুস্থ হয়ে পড়েন। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য হোসেন আলী নিশ্চি করে বলেন, চরে ফসলের ফলন ভাল হলেও দাম নেই। সব কৃষকই আলু ুপিঁয়াজ নিয়ে চিন্তিত রয়েছেন।
রাজারহাট উপজেল কৃষি কর্মকর্তা সামছুনাহার সাথী বলেন, সব জায়গায় আলুর আবাদ ভাল। তাই দাম কমবে এটাই স্বাভাবিক। কৃষক অসুস্থ বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিচ্ছি।