পুলিশ বাহিনীতে একযোগে ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন একজন অ্যাডিশনাল আইজিপি, ৫০ জন পুলিশ সুপার এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই
করেন
উপসচিব
মো.
মাহবুবুর রহমান।
বদলির
তালিকায় উল্লেখযোগ্যভাবে বিভিন্ন ইউনিট
ও
বিভাগের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
এক
প্রজ্ঞাপনে অ্যাডিশনাল আইজিপি
এবং
অন্য
তিনটি
প্রজ্ঞাপনে পুলিশ
সুপার
ও
অতিরিক্ত পুলিশ
সুপারদের বদলি
করা
হয়েছে।
বদলির
তালিকায় উল্লেখযোগ্য ইউনিটসমূহ হলো:
বিশেষজ্ঞদের মতে,
এই
ব্যাপক
রদবদলের লক্ষ্য
হতে
পারে
পুলিশ
প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনা
এবং
বিভাগীয় কর্মক্ষমতা বাড়ানো। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে
নতুন
নেতৃত্ব স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও
উন্নত
করার
লক্ষ্যেই এই
পদক্ষেপ নেওয়া
হয়েছে
বলে
ধারণা
করা
হচ্ছে।
এই
রদবদল
পুলিশ
প্রশাসনে চলমান
সংস্কারের অংশ
হিসেবে
বিবেচিত হচ্ছে,
যা
কার্যক্রমে পেশাদারিত্ব ও
জবাবদিহিতা নিশ্চিত করতে
সহায়ক
হবে।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।