ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৯ পিএম
ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা হাসিনুর রহমান  ও   দহপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় , বেশ কিছু দিন ধরে মাটি ব্যবসায়ী হাসিনুর  ও আব্দুল হাই ফসলি জমি থেকে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে  আজ রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসিনুরকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী আমার দেশকে বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক ওই দুই ব্যক্তিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে