গোমস্তাপুরে ওএমএস'র চাল বিক্রি শুরু

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৬ পিএম
গোমস্তাপুরে ওএমএস'র চাল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস'র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদর রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল। সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।

 উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে। পরবর্তীদিন কলেজ মোড়সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে