এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৮ পিএম
এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ তীব্র আকার ধারণ করেছে। রবিবার (১২ জানুয়ারি) ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করার পর, সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নূরুল ইসলামকে তলব করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এই উত্তেজনা শুরু হয়। বাংলাদেশ এই কার্যক্রমকে অননুমোদিত উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে।

রোববার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জানান, ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের চেতনাকে আঘাত করছে এবং সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে।

ভারত জানায়, অনুপ্রবেশ, চোরাচালান অপরাধ দমনের লক্ষ্যেই সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে। রবিবার বৈঠকের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব অপরিহার্য। তিনি বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন।

সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পররাষ্ট্র সচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নূরুল ইসলামকে ডেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। তারা সীমান্তে অপরাধ দমনে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত ইস্যুতে এই উত্তেজনা দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আঞ্চলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে