ইসকনের ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৩ এএম
ইসকনের ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ইসকনের ৫৪ ভক্তকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ। আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফেরত পাঠায়। এর আগে গতকাল শনিবার ও আজ রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতের উদ্দেশ্যে যাত্রার জন্য তারা বেনাপোলে আসেন। ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য তারা বেনাপোলে এসেছিলেন।  ভারতে যাওয়ার অনুমতি নেই বলে কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন তাদের ফেরত পাঠিয়েছেন।  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ইসকনের ৫৪ জন ভক্তকে অনুমতি দেওয়া হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে