১৩ জানুয়ারী, পাঁচবিবি বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী (১২ ও ১৩) জানুয়ারী জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞান মেলার আজ বর্নাঢ্য সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হাই এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব মোঃ মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার পাঁচবিবি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব বেলায়েত হোসেন সহকারী কমিশনার (ভূমি), জনাব মোবারক হোসেন উপজেলা প্রকৌশলী পাঁচবিবি, জনাব মিজানুর রহমান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাঁচবিবি ও জনাব মিঠু রহমান সাধারণ সম্পাদক উপজেলা বিজ্ঞান ক্লাব পাঁচবিবি। বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপ থেকে প্রকল্প উপস্থাপন করে ১ম স্থান অর্জন করে দারুল ইসলাহ একাডেমী পাঁচবিবি ও ২য় স্থান অর্জন করে এন,এম,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচবিবি। কলেজ শাখা থেকে ১ম স্থান অর্জন করে বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পাঁচবিবি ও ২য় স্থান অর্জন করে কড়িয়া সিনিয়র মাদ্রসা পাঁচবিবি। উল্লেখ্য গতকাল সকাল ১১ ঘটিকায় এই মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান। মেলাতে উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।