জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৪ পিএম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড/২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী  আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩জানুয়ারী) সকাল ১০ টায় রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে  একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। এসময় এক আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রব এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বরে ১৩টি স্টল দিয়ে বিজ্ঞান মেলা বসে।

আপনার জেলার সংবাদ পড়তে