রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:২২ পিএম
রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঝাপড়া হরিণচরণ গ্রামের মোঃ হবিবর  রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঐ বাড়ির গোয়াল ঘর থেকে ৯ টি চোরাই গরু উদ্ধার করে।  রায়গঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) নীল কমল, হারুন অর রশিদ, এ এস আই পলাশ, আবু হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। উদ্ধার শেষে গরু ৯টি থানায় নিয়ে এলে ভুক্তভোগীরা খবর পেয়ে থানায় এসে স্ব-স্ব গরুর মালিকগণ মালিকানা দাবি করে। এর মধ্যে বগুড়া জেলার ধনুট উপজেলার গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামের নওয়াব আলী সেখের পুত্র মোঃ শহিদুল ইসলামের একটি গাভী ও গাভীর বাচ্চাসহ দুটি, রায়গজ্ঞ উপজেলার আবুদিয়া মিয়াপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র মোঃ আব্দুর রহমানের ১ টি গাভীর বাচ্চাসহ একটি গাভী, একই উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের মৃত আব্দুল মালেক মীরের পুত্র নুরুল ইসলাম মীরের ১ টি বকনা গরু, উপজেলার ঝাপড়া রাজিবপুর গ্রামের শাহাবুদ্দিন সেখের পুত্র শাহ আলম সেখের সাদা কালো ১ টি বকনা গরুসহ ৯ টির অধিক মালিকানা দাবি করছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম  গরুর মালিকানা যাছাই -বাছাই অন্তে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করবেন। আদালত থেকে গরুগুলি সঠিক মালিকানা প্রমান দিয়ে জামিন নামা নিয়ে আসবেন। সে পর্যন্ত গরু ৯ টি থানা নিজ খরচে লালন পালন করবে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় চোরাই সিন্ডিকেটের হোতা হবিবর রহমানের পুত্র আবু হোসেন ( হাশেম) সহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৯। তারিখ ১৪/০১/২০২৫ইং। আবু হোসেনকে গ্রেফতারের জন্য থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে