প্রায় দুই বছর ধরে একতলা থেকে ষষ্ট তলা পর্যন্ত কিছু প্লান ছাড়া আর কোনো ভবনের প্লান পায়নি বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বাসিন্দারা। ফলে কয়েক হাজার বাসিন্দা চরম ভোগান্তিতে রয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ইতোমধ্যে কয়েক দফায় মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেও কোন সুফল মেলেনি।
মঙ্গলবার সকালে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ বলেন, ২০২০ সালে প্রণীত মাস্টারপ্লানের অজুহাত দেখিয়ে সিটি করপোরেশন রেড জোন, শিল্পাঞ্চল জোন, কৃষি জোন, ইকোপার্ক জোন ভাগ করে নগরবাসীকে হয়রানি করছেন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা জানান, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর আওতায় প্লান অনুমোদনের কথা বলা হলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ কেবল রাস্তার ক্ষেত্রে উক্ত বিধিমালা অনুসরণ করছে। অথচ প্লান পাসের ফিসহ অন্যান্য বিষয়ে চতুর্থ পরিষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা ২০২০ অনুসরণ করছে। দুই ধরনের নীতিমালায় বিপাকে আছেন ভবন নির্মাণ ইচ্ছুক নাগরিকরা। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃক এই প্লান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধ করা না হলে আগামী কয়েকদিনের মধ্যে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন বরিশালের নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দরা।