‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যের আলোকে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ৪৬তম বিজ্ঞান মেলা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ,অধ্যক্ষ আঃ রহিম কালু,অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,বিএনপি নেতা আবু হানিফ,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,প্রধান শিক্ষক আলতাব হোসেন প্রমুখ। বিজ্ঞান মেলায় স্কুল ও কলেজ পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসে।