পিরোজপুরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১.৩০ টায় প্রেস ব্রিফিং করেছেন জেলা পশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ব্রিফিং এর শুরুতে তিনি বলেন একটি রাষ্ট্রের অমিত সম্ভাবনার উৎস তারুণ্যের শক্তি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তরুন সমাজকে উজ্জীবিত করতে সরকার দেশব্যাপী এ উৎসব পালনের আয়োজন করেছে। সরকারের এ প্রয়াসকে সফল করতে সংবাদ কর্মীসহ সকল অংশীজনের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে মাসব্যাপী এ উৎসবে থাকবে দেশীয় খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল, মিনি ম্যারাথন, সাইকেল রেস, শিক্ষামূলক অনুষ্ঠান, উদ্যোক্তা মেলা, মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন, বিষয় ভিত্তিক আলোচনা সভা, সেমিনার, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা, বক্তৃতা, বিতর্ক, স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা, মা-সমাবেশ, সাংসকৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানা আয়োজন। বিশেষ করে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও বিশেষ ভুমিকা রাখা আহতদের ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান।
এ সময় পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলাউদ্দীন ভূঞা জনী, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।