লালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৫ পিএম
লালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ  উঠেছে।

লালপুর উপজেলার ডৈহরশৈল গ্রামে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এঘটনা ঘটে ।

লালপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার ডৈহরশৈল গ্রামের পাটিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১৪)  একটি ভুট্টা ক্ষেতে বাড়ির ছাগলের জন্য ঘাস কাটছিলো। একই সময় আরো দুজন প্রতিবেশী পাশের একটা আম বাগানে ঘাস কাটছিল।

এসময় পার্শ্ববর্তী বাগানে থাকা একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র শাহীন (৩০) দুপুর আড়াইটার দিকে ভুট্টা ক্ষেতে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাতে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। লালপুর থানা পুলিশ রাতেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামী শাহিনকে গ্রেফতার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, এঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শাহীনকে গ্রেফতার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে