মান্দায় সিসিডিবির কম্বল বিতরণ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ পিএম
মান্দায় সিসিডিবির কম্বল বিতরণ

নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। আজ মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়নে সংস্থার সাবাইহাট শাখা কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল। 

সিসিডিবির সাবাইহাট শাখার ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থার মোহনপুর এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, পানিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কায়মুল হক মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র পণ্ডিত, মান্দা প্রেস ক্রাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য বাবুল হোসেন প্রমুখ।

শেষে ১৫০জন শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে