সুজানগরে বিজ্ঞান মেলার উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৬ পিএম
সুজানগরে বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রযুক্তির অত্যাধুনীক উৎকর্ষ সাধন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাবনার সুজানগরে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, সুজানগর পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ টুটুল হোসেন বিশ্বাস ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ মেলার স্টল ঘুরে দেখেন। এ বছর মেলায় উপজেলার ৪টি কলেজ ও ১৩টি উচ্চ বিদ্যালয় অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে