টঙ্গীতে কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৯ পিএম
টঙ্গীতে কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গী মুদাফা ও ফকির মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মুদাফা পূর্বপাড়া এলাকার আনাছ ডেনিম প্রসেসিং কারখানা ও বড় দেওড়া এলাকার এফটুআর ডায়িং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে আনাছ ডেনিম কারখানা মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে অভিযানের খবর পেয়ে এফটুআর ডায়িং কারখানা কর্তৃপক্ষ গেটে বাহির থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবুর রহমান।

এসময় গাজীপুর তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম রাব্বানী, টঙ্গী জোনের উপ-সহকারি প্রকৌশলী নাঈম হাসান রানা, প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী ও তিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবুর রহমান বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে