পার্বতীপুরে অভাবগ্রস্ত শীতার্ত মানুষের মাঝে পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত রিক্সাও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়াম এর ব্যক্তি উদ্যোগে পৌর সভার ৯টি ওয়ার্ডে এক হাজার কম্বল বিতরন করেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এসব কম্বল বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক।
এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন, পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফী প্রিন্স, সদস্য শরিফুল ইসলাম বাবু ও মো. জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক বলেন- পৌর সভার ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে উদীয়মান তরুণ নেতা নিজ উদ্যোগ আজকের এই কম্বল বিতরন এটা মানবিক কাজ। সমাজের সবাইকে এধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।