হারপিক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৭ পিএম
হারপিক পান করিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় মিনা খাতুন (৫৭) নামে এক গৃহবধূকে পূর্ব শত্রুতার জের ধরে জোর করে টয়লেট পরিস্কার করা হারপিক পান করিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মৃত্যুর আগে কারা তাকে হারপিক পান করিয়েছে এ সংক্রান্ত ওই গৃহবধূর একটি ভিডিও স্থানীয় জনপ্রিয় ফেসবুক আইডি মহাদেবপুর দর্পণে প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (১৩ জানুয়ারি) রাতে তিনি মারা যান।

নিহতের মেয়ে রুনুফা ইয়াসমিন জানান, তার আব্বার ও তার চাচা বাড়ি পাশাপাশি। তাদের গরু বাঁধার ভিন্ন ভিন্ন খলিয়ান আছে। এ দুটির দূরত্ব খুব সামান্য। প্রায় আট মাস আগে গত জৈষ্ঠ্য মাসে তাদের গরু দড়ি ছিড়ে তার চাচার খলিয়ানে গিয়ে ঘাস খেয়ে ফেলে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। এক পর্যায়ে তার চাচা হাসুয়া দিয়ে কুপিয়ে তার মায়ের মাথায় মারাত্মক জখম করে। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলেও তার চাচা সেখানে উপস্থিত হননি। পরে এব্যাপারে নওগাঁ কোর্টে মামলা দায়ের করেন। তখন থেকেই দুই পরিবারে ছোট খাটো বিষয়ে বিরোধ লেগেই ছিল। তার মাকে তার চাচারা প্রায়ই হুমকি ধামকি দিতো। ঘটনার দিন সোমবার সকালে তার বাবা ওই মামলায় নওগাঁ কোর্টে এবং তার ছোট ভাই স্কুলে যায়। বাড়িতে তার মা একা থাকার সুযোগে তার চাচা ফজলুর রহমান, চাচি মোমেনা বেগম ও তাদের ছেলে মমিনুল ইসলাম তাদের বাড়িতে ঢুকে তার মাকে জোর করে টয়লেট পরিস্কার করা হারপিক পান করায়। মারাত্মক অসুস্থ্য অবস্থায় তার মা বাড়িতে পড়ে ছিলেন। বিকেলে তার ভাই স্কুল থেকে এসে বিষয়টি জানতে পেরে অন্যদের জানান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতে তাকে নিয়ে মাইক্রোবাসযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেটে পৌঁছলে তার মৃত্যু হয়। রাজশাহী যাবার পথে মাইক্রোবাসে তার বক্তব্য মোবাইলফোনে রেকর্ড করা হয়। 

খবর পেয়ে রাতেই মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

মহাদেবপুর থানার ওসি জানান, এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা বাড়ির দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে