বিএনপি'র কমিটি বাতিলের দাবী

সরাইলে আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ এএম
সরাইলে আনোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির সদ্য প্রকাশিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এই কমিটিকে পকেট মনগড়া ও অবৈধ কমিটি আখ্যা দিয়েছেন তারা। কমিটি বাতিল না করলে পরবর্তীতে আরে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।


দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়  গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি হয়। এর আগে তারা একটি সমাবেশও করেছেন।


মিছিলটি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।


নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দিয়েছেম তারা। একই সাথে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় আবারও ঝাড়ু মিছিলের মত কর্মসূচি ঘোষণা করা হয়েছে সমাবেশ থেকে।


সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন , বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক ভিপি মো. উসমান মিয়া, বিএনপি নেতা মো. হোসেন মিয়া, শফিকুল ইসলাম সেলু,  যুবদলের সাবেক সভাপতি ও সদ্য প্রকাশিত কমিটির যুগ্ম সম্পাদক-২  নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল জব্বার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে