কুড়িগ্রামের রাজারহাটে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। মঙ্গলবার(১৪জানুয়ারী) বিকালে তিস্তা নদী পাড় হয়ে চর খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর গতিয়াসাম বগুড়া পাড়া সকারি প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন ও মশিউর রহমান প্রমূখ।