ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০১:৩৯ পিএম
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম ২০২৫ সালের ১৫ জানুয়ারি এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হকসহ মোট ১৯ জন। এদের মধ্যে রফিকুল আমীন, ফারহা দিবা ও মোহাম্মদ হোসেন কারাগারে আছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ জামিনে এবং ১৫ জন আসামি পলাতক রয়েছেন।

২০১২ সালে ডেসটিনির শীর্ষ কর্মকর্তারা আইন ও বিধি লঙ্ঘন করে গাছ বিক্রির নামে ২,২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার টাকা ঋণপত্র (এলসি) আকারে এবং আরও ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার সরাসরি পাচার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দুটি করে এবং ২০১৪ সালের ৪ মে অভিযোগপত্র দাখিল করে।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও অর্থ পাচারের আরেক মামলাতেও রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে