কাহারোলে কৃষকদের আশার আলো ‘সমলায়’ পদ্ধতিতে বীজতলা তৈরী

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০২:৫৩ পিএম
কাহারোলে কৃষকদের আশার আলো ‘সমলায়’ পদ্ধতিতে বীজতলা তৈরী

দিনাজপুরের কাহারোল উপজেলায় ধান চাষের জনপ্রচলিত পদ্ধতি বাদ দিয়ে একই জাতের বীজ দিয়ে ট্রেতে বীজতলা তৈরী রাইস ট্রান্সপ্যান্টারের মাধ্যমে চারা রোপন এবং কম্বাইন্ড হারভেসটারের মাধ্যমে কর্তণ করার পদ্ধতি হচ্ছে ‘সমলায়’। ধান চাষে শ্রমিক সংকট নিরসন, উৎপাদনে অতিরিক্ত খরচ ও সময় বাঁচার এ পদ্ধতি। িিদনাজপুরের কাহারোল উপজেলার কৃষকদের কাছে পদ্ধতিটি নতুন হলেও আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে। জানা গেছে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বোরো মৌসুমে কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের কাশিপুর ব্লকের কাশিপুর গ্রামের ৩০ জন কৃষক ৯৮০টি ট্রে ৫০ একর জমিতে ৭৫০ কেজি উচ্চ ফলনশীল ব্রী-ধান ৮৯ প্লাস্টিকের ট্রেতে ধানের বীজ বপন করা হয়েছে। রাইস ট্রান্সপ্যান্টারের রোপন করা এবং কম্বাইন্ড হারভেস্ট এর মাধ্যমে কর্তণ করা যাবে। 

কাহারোল উপজেলার কৃষি অফিস জানান, জমির উপরিভাগের মাটির সঙ্গে জৈব সার সংমিশ্রনে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। ২০ থেকে ২৫ দিনের মধ্যে এই বীজ চারা রোপনের জন্য উপযোগী হয়ে উঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রেতে চারা উৎপাদনের জন্য জমির পরিমান কম লাগে। রাইস ট্রান্সপ্যান্টারের মেশিন দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায় ফলে ফলন বৃদ্ধি পায়। একসঙ্গে চারা রোপন করায় ধান একসঙ্গে পাকে এবং তা একসঙ্গে কম্বাইন্ড হারভেসটারের মাধ্যমে কর্তণ করায় কৃষকেরা ঘরে তুলেেত পারে।

আপনার জেলার সংবাদ পড়তে