পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির গাড়ির শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে তিন শতাধিক শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বাস মালিক সমিতির আহবায়ক ও জেলা বিএনেপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের দুঃস্থ শীতার্থদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বিশেষ করে কম্বলের ব্যবস্থা করেছে। কেউ যাতে শীতে কষ্ট না পায় সেদিকে সবার লক্ষ রাখতে হবে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ও আলাউদ্দিন ভূইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।