আন্তঃ জেলা ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৪:২২ পিএম
আন্তঃ জেলা ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ রায়গঞ্জে আন্তঃ জেলা ডাকাতদলের ২ সদস্য গ্রেফতার সহ একটি পিকআপ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার গ্রাম পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার, মোঃ ফারুক হোসেন, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ এর সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত), রায়গঞ্জের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন পাঙ্গাসী ইউনিয়নের গ্রাম পাঙ্গাসী ডিগ্রী কলেজ এর দক্ষিণ পার্শ্বে জনৈক মোঃ বারিক (৪৮), পিতা মৃত ইসমাইল হোসেন, সাং- গ্রাম পাঙ্গাসী কবিরাজপাড়া এর মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে রাত্রী অনুমান ০৩.২৫ ঘটিকার সময় আসামী মোঃ সজিব (২১), পিতা- আব্দুল হাকিম, সাং- পশ্চিম বাটি, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা ও মোঃ মুনছুর আলী ওরফে মনছুর (৫৫), পিতা- একরামুল হোসেন, সাং- চড়িয়া (কালিবাড়ী), থানা- সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়। ৫/৬ জন অজ্ঞাতনামা ডাকাত চক্রের সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১। হাসুয়া ০২ টি,  ২। ০১ (এক) টি মিনি পিকআপ, যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ন-১৯-৯০১৩। রায়গঞ্জ থানায় ০১ টি নিয়মিত মামলা রুজু হয়। ধৃত আসামী মনছুর আলমের বিরুদ্ধে সিরাজগঞ্জ, বগুড়া, ডিএমপি ঢাকাসহ একাধিক জেলায় ডাকাতি মামলা রয়েছে। ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বিভিন্ন জেলার ভিবিন্ন থানায় ১নং আসামীর বিরুদ্ধে ২টি ও ২নং আসামীর বিরুদ্ধে ৭টি এজাহারে অভিযুক্ত মামলা রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে