আব্দুল হাই পাঁচবিবি জয়পুরহাট ১৫ জানুয়ারি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আজ পাঁচবিবি পৌরসভার আয়োজনে লাল বিহারি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য কর্মশালা। এ কর্মশালায় অংশ গ্রহন করে পৌরসভা এলাকার ৬টি উচ্চ বিদ্যালয়ের ৭০জন চৌকষ ছাত্র-ছাত্রী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচবিবি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাল বিহার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আতোয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব ওবায়দুর রহমান রেজা ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। কর্মশালা শেষে ছাত্র ছাত্রীরা নিজ নিজ অবস্থান থেকে আগামীর ভাবনা ব্যক্ত করে।