পার্বতীপুরে লটারির মাধ্যমে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচন

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৭ পিএম
পার্বতীপুরে লটারির মাধ্যমে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচন

গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার নির্বাচনের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়। ঠিকাদার নির্বাচনের জন্য উন্মুক্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে লটারি উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।  

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৯ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে গ্রামীন রাস্তা টেকসই করনের লক্ষে এইচবিবি রাস্তা (২য় পর্যায়) প্রকল্প উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কাশিপুর মন্ডলপাড়া পাকা কাশিপুর মসজিদ হয়ে কমলাপুর জোলাপুকুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তা বাস্তবায়নের জন্য লটারি করা হয়। বৈধ দরদাতাদের মধ্যে হতে প্যাকেজে একজন ঠিকাদার নির্বাচনের জন্য দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ২৫০ জন ঠিকাদারগণ অংশ গ্রহণ করেন। লটারীতে দিনাজপুরের বীরগঞ্জের ‘মেসার্স ছিদ্দিক কনস্ট্রাকশন’ ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হন। লটারী চলাকালীন সময় পার্বতীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রব প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি মো. রাসেল মন্টু উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে