মহাদেবপুরে বিজ্ঞান মেলার সমামনী ও পুরস্কার বিতরণ

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৮ পিএম
মহাদেবপুরে বিজ্ঞান মেলার সমামনী ও পুরস্কার বিতরণ

নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের কলকাকলিতে উৎসবমুখর পরিবেশে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান সভাপতিত্ব করেন এবং বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এরআগে মঙ্গলবার সকালে ইউএনও এখানে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, আইসিটি কর্মকর্তা শাহীন আরা রুমি, বিজ্ঞান শিক্ষক মাসুদ রানা প্রমুখ বক্তব্য দেন। মেলায় ১১টি স্টলে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবন উপস্থাপন করেন। মেলা পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম জানান, গতবছর ৩০ ডিসেম্বর নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসবে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়। বুধবার পর্যন্ত যেসব আয়োজন করা হয় তার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো: আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম, এম, জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় নবম বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে প্রথম হয় জাহাঙ্গীরপুর সরকারি কলেজের নুসরাত জাহান, নিমু, দ্বিতীয় অর্পিতা সান্যাল, তৃতীয় তোয়াসিন সুবহা নাজাত, চতুর্থ আনিকা তাসনিম মৌ ও পঞ্চম হয় শ্রীপর্ণা রাণী। জুনিয়র গ্রুপে প্রথম হয় মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের নাফিসা বাহার নেহা, দ্বিতীয় ইসরাত কবির, তৃতীয় হুমাইরা জান্নাত, চতুর্থ জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের সানজিদা হক শিভা ও পঞ্চম হয় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বিক্রম সরকার। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় কলেজ শাখায় বিজয়ী দল জাহাঙ্গীরপুর সরকারি কলেজের তোয়াসিন সুবহা নাজাত, শ্রীপর্ণা রাণী ও আনিকা তাসনিম মৌ এবং রানার্স আপ দল চাঁন্দাশ ডিগ্রি কলেজের সাহিদা খাতুন, সুমাইয়া আক্তার ও কেয়া রাণী। মাধ্যমিক শাখায় বিজয়ী দল মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের নাফিসা বাসার নেহা, ইসরাত কবির ও হুমাইরা জান্নাত এবং রানার্স আপ দল জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের সানজিদা হক শিফা, সাবিত আল নিহাল ও আল মুমিন। বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সহজ পদ্ধতিতে মাটির আদ্রতা পরিমাপক যন্ত্র উদ্ভাবন প্রকল্প প্রথম, রাইগাঁ ডিগ্রি কলেজের কার্ব এ্যাবসরভার প্রকল্প দ্বিতীয় এবং চাঁন্দাশ ডিগ্রি কলেজের কার্বন নিয়ন্ত্রণ ডিভাইস তৃতীয় হয়। জুনিয়র গ্রুপে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অটোমেটিক সান ট্রাকিং সোলার ইরিগেশন প্রজেক্ট প্রথম, খাজুর ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয়ের স্বয়ক্রিয় অগ্নি নির্বাপণ প্রকল্প দ্বিতীয় ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বৈদ্যুতিক খুটি সক মোকাবেলা রোধকরণ প্রকল্প তৃতীয় হয়। এছাড়া আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ের বিপক্ষে জাহাঙ্গীরপুর সরকারি কলেজ দল বিজয়ী এবং শ্রেষ্ঠ বক্তা হয় ফারহাতুল জান্নাহ ফারিহা এবং জুনিয়র গ্রুপে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়র চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ বিষয়ের পক্ষে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় দল বিজয়ী এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আয়েশা আক্তার রিফা।

আপনার জেলার সংবাদ পড়তে