নাজিরপুরে ইসলামি আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৯:১৫ পিএম
নাজিরপুরে ইসলামি আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র, দূর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং চজ পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামি আন্দোলন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (১৫ জানুয়ারী) বিকাল ৩ টায় নাজিরপুর চৌঠাই মহল বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন শ্রীরামকাঠী ইউনিয়ন সভাপতি হাফেজ ফজলুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও শ্রীরামকাঠী ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সেক্রেটারী মো.  মনিরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল- আমিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফিরোজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ আলম ফারুকী, সেক্রেটারী মাওলানা আবুল বাশার, সংগঠনিক সম্পাদক হাফেজ মুরাদ হাসান, উপদেষ্টা মাওলানা ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল্লাহ নাজেরী, মুফতি ওমর ফারুক, মাওলানা বেলাল হোসেন, শেখ মামুনুর রশিদ প্রমূখ।