অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক (এসডি) নির্ধারণের এই সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক, এই বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানিয়েছে রাঙ্গামাটি হোটেল রেস্তোরা মালিক সমবায় সমিতি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এসডি প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এই দাবী জানান রাঙ্গামাটি হোটেল রেস্তোরা মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা। রাঙ্গামাটি হোটেল রেস্তোরা মালিক সমবায় সমিতির সভাপতি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মাসুদ রানা, সংগঠনের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এম নেকবর আলী, সংগঠনের সদস্য এম এস জাহান লিটন প্রমুখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীন ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। তার উপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্মজীবী, শ্রমজীবী তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার উপর উঠবে বাড়তি দামের বোঝা অপরদিকে রেস্তোরাঁ হবে ক্রেতা শূন্য। তাই মানববন্ধনে বক্তারা রেস্তোরা মালিক কর্মচারীসহ সকলের কথা বিবেচনায় রেখে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে বর্ধিত ভ্যাট ও এসডি প্রত্যাহারের দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।