বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ৪

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৫ পিএম
বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। আটককৃত সবুজ আলী (২৫), মোঃ আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) ও মোঃ নুরুন্নবী প্রামানিক(৩২) মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। গত বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার বাসিন্দা মোঃ বাবুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়’র ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতে হামলা করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদেরকে ঘিরে ফেলে। তারা প্রবাসী সবুজের হাতে থাকা বিদেশি পিস্তলটি উদ্ধার করে এবং আরো ২টি অস্ত্র পাশের পুকুরে ফেলে দেয়। এলাকাবাসী ভেড়ামারা থানা পুলিশকে খবর সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে। ভুক্তভোগী বিজয়ের বাবা মোঃ বাবুল হোসেন বলেন, সবুজ ইতালি প্রবাসী। আমার ছেলে বিজয়কে ইতালি পাঠানোর জন্য সবুজ কে ২ লক্ষ টাকা দেওয়া হয়। এই টাকা চাওয়া কে কেন্দ্র করেই বুধবার রাতে সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী আমার বাড়িতে এসে ছেলের উপর হামলা চালায়। এসময় এলাকাবাসী তাদের কে ধাওয়া দেয় এবং সবুজ সহ ৪ কে আটক করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়। এদিকে আটক ইতালি প্রবাসী সবুজ জানান, গত ১৪ই জানুয়ারী সবুজ তার স্ত্রীর লিজার গায়ে হাত দিয়েছিল। যার কারনে ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে গিয়েছিলাম, কেন সে এমন করেছে এটা জানার জন্য। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪জনকে গ্রেফতার করেছে। কোন প্রানহানী বা গুলিবৃদ্ধ’র ঘটনা ঘটেনি। তবে তাদের কাছ থেকে অত্যাধুনিক এবং লোডেড একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ট্রিগার চাপ দিলেই একটি দূর্ঘটনা ঘটে যেতে পারতো। ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। 

আপনার জেলার সংবাদ পড়তে