জনগণ ও পুলিশ সম্মিলিত সহযোগিতায় সন্ত্রাস নির্মূল সম্ভব বলে দাবি করেন নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক। তিনি বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন, পুলিশ সুপার দাবী করেনধল জনগণের শক্তির চেয়ে বড় শক্তি কিছুই না, বেগমগঞ্জকে সন্ত্রাস মুক্ত করার জন্য তথ্য দিবেন, সাথে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এর সভাপতিত্বে এস আই কুতুবউদ্দিন লিয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জঅই -১১ কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ, আইন শৃঙ্খলা উন্নয়নে এলাকাবাসীর পক্ষে থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মীর জুমলা মিঠু মিয়া, ,সেক্রেটারি নুর হোসেন মানিক, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মাওলানা বশির, সুলতানপুর বাজার কমিটির সেক্রেটারি আবদুল বাকের,, যুগ্ম-সম্পাদক ব্যবসায়ী শাহজাহান, পল্লী চিকিৎসক আকমল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আবুল খায়ের সহ আরো অনেকেই।