পিরোজপুরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। সরকার প্রজ্ঞাপন জারি করার পর এটি কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়’ নামে ২০২২ সালের এপ্রিলে পিরোজপুরে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে পি্েরাজপুরে এ বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবী ওঠে। ওই দাবীর প্রেক্ষিতে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ প্রফেসর ডক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য তিনি সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানান নাম পরিবর্তনের সিদ্ধান্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া তিনি লক্ষ্য করেননি। প্রসঙ্গত দেশে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।