চিতলমারীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর উদ্বোধন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:৫২ পিএম
চিতলমারীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর উদ্বোধন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (পিএলসি) এর চিতলমারী উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (১৬জানুয়ারি) দুপুর ১২টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্যাংকের ৫১তম শাখার  উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জসিম উদ্দিনে সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , আহমেদ ইসমেত, চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ এখলাছুর রহমান পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,কে এম তরিকুল ইসলাম পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,মোঃ আব্দুল মজিদ পরিচালক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,শচীন্দ্র নাথ সমাদ্দার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন, মোহাম্মদ শাহীন মোল্লা প্রিন্সিপাল অফিসার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক চিতলমারী ব্রাঞ্চ, উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াত এর সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শিল্পী সাহা ও প্রিন্সিপাল অফিসার জান্নাতুন বাকী। উল্লেখ্য; ব্যাংকটি চিতলমারী উপজেলা মোড়ে আমিন টাওয়ারের দ্বিতিয় তলায় অবস্থিত।

আপনার জেলার সংবাদ পড়তে