কিশোরী উদ্ধার

বরিশালে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:১৫ পিএম
বরিশালে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রুনা লায়লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-কমিশনার রুনা লায়লা বলেন, গত ৯ জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে ১৩ বছর বয়সের এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৫ জানুয়ারি নগরীর ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-সুইটি আক্তার, জুথি বেগম ও আল-আমিন। তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছে, পতিতাবৃত্তির জন্য বিদেশে পাচারের উদ্দেশ্যে ওই কিশোরীকে তারা ফুসলিয়ে নিয়ে এসেছিলো। ওই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে