পিরাজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে অসদুউপায় অবলম্বন করার কারেন দুই শিক্ষককে অব্যাহতি এবং এক পরীক্ষার্থী বহিস্কার করা হেয়ছ। বৃহ®িপতবার সকালে মঠবাড়িয়ার বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ অব্যাহতী দেন উপেজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম। এসময় মো. আরীফ হোসেন নামের এক পরীক্ষার্থীকে কেন্দ্র পরিদর্শক অফিসার মো. ফিরোজ আলম বহিস্কার করেন । অব্যহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও ধানীসাফা সালেহিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নুর মোহাম্মাদ। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম বেলন, মঠবাড়িয়া সদর হতে প্রায় ১৪ কিলোমিটার দুরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে বৃহ¯পতিবার আরবী প্রথম পত্র পরী৭ক্ষায় উপজেলার সাতটি মাদ্রাসার ১৬২ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৭ জন পরীক্ষায় অশংগ্রহণ করে। পরীক্ষা শুরু পর শিক্ষকরা পরীক্ষার্থীদের অবাধে নকল করার অনৈতিক সুবিধা দিচ্ছেন। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে দায়িত্বরত শিক্ষকদের প্রশ্নবিদ্ধ করলে সংশি¬ষ্ট মাদ্রাসা শিক্ষকরা গণমাধ্যমকর্মীদের সাথে অসৌজন্যমূল আচরণ করেন। পরীক্ষাকক্ষে অবাধে নকলের বিষয়টি নির্বাহী ম্যাজিট্রেটকে গণমাধ্যমকর্মীরা অবহিত করলে তিনি কেন্দ্র পরিদর্শণ করে অভিযুক্ত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেন। এছাড়া এক পরীক্ষার্থীকে নকলরত অবস্থা ধরে বহিস্কার করেন।