'এসো দেশ বদলাই' পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এবং তারুণ্যের ভাবনার আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) হাটহাজারী পৌরসভার আয়োজনে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতা প্রচার,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার কাচারী সড়ক ও কামাল পাড়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি চলাকালে সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি পৌরসভার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনমূলক প্রচারনা চালানো হয়। পরে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে 'তারুণ্যের ভাবনার আগামী বাংলাদেশ' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচএম মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফুল রকি, মহিউদ্দিন, সাদিয়া সালমা। এসময় পৌর নির্বাহী প্রকৌশলী মো.বেলাল আহম্মেদ খাঁন,পৌর প্রকৌশলী কৌশিক বড়ুয়া নিহার, পৌরসভার কোষাধ্যক্ষ মো.শাহ জাহান, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।