জয়পুরহাটে নাগরিক কমিটির ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বুধবার সকাল ১০টায় জেলা এমডিসি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সভাপতি, রফিকুল ইসলাম চৌধুরী, নাগরিক কমিটির সদস্য বীর মুক্তি যোদ্ধা, অধ্যক্ষ আশরাফ, কাজী গোলাম মৌদুত প্রোগ্রাম অফিসার নারী ও শিশু মন্ত্রনালয় জয়পুরহাট, খোকন চন্দ্র নির্বাহী পরিচালক, সাজ্জাদ বারী নির্বাহী পরিচালক এনজিও নির্বাহী পরিচালক, নজরুল ইসলাম এবং পাঁচ উপজেলা হতে আগত সদস্য বৃন্দ। সকলে তাদের অভিজ্ঞতা সেয়ার করেন ও বিগত পরিকল্পনা অগ্রগতি যাচাই এবং নতুন পরিকল্পনা তৈরী করেন।সভা সার্বিক সহযোগিতায় ছিলেন ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নাসিমা বেগম, সভা পরিচালনায় ছিলেন নাগরিক কমিটির সভাপতি।