কচুয়ায় ১২০ জন চাষিদের মাঝে ভুট্টা বীজ বিতরণ।

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২৫ পিএম
কচুয়ায় ১২০ জন চাষিদের মাঝে ভুট্টা বীজ বিতরণ।

কচুয়া উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির কতৃক ১২০ জন খুদ্র ও প্রান্তিক ভুট্টা চাষিদের মাঝে ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি সকাল সাড়ে দশটায় কচুয়া কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদের অর্থায়নে এদিন ১২০ জন চাষীদের প্রতি জনকে ২ কেজি করে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা বীজ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। এসময় আরো উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন,  কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সাংবাদিক খান সুমন সহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে