টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ

এফএনএস (টাঙ্গাইল) :
: | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৮:১৪ পিএম
টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছানোয়ার হোসেন(৩৭) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে। ঘটনার সত্যতা জানিয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, হাসপাতালের দ্বিতীয় তলায় এক যুবককে চোর সন্দেহে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে