চাঁদপুর সম্মিলিত আইনজীবী পরিষদের নির্বাচন বর্জন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০১:২৩ পিএম
চাঁদপুর সম্মিলিত আইনজীবী পরিষদের নির্বাচন বর্জন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চাঁদপুর বিদ্যমান সার্বিক পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) বিকেলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চাঁদপুর। উল্লেখ্য,আগামী ২৩ শে জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি বিএনপি সমমনা আইনজীবী ঐক্য মনোনীত বাবর বেপারী -জসিম মেহেদী ও আতিক একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে