বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দারিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষ থেকে শুক্রবার সকালে সহস্রাধিক পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নবীন সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, যুবদল নেতা শোভন ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির, বিএনপি নেতা তারেক ফকির, হারুন মোল্লা, আবু হানিফ বকতিয়ার প্রমুখ।