বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০৯ পিএম
বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

বরিশালে বাকেরগঞ্জে নারায়ণগঞ্জ ট্রাভেসলসের যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক মাহাবুব হোসেন নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মাহাবুবের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান বলেন, ঢাকা থেকে যাত্রীবাহি বাসটি কুয়াকাটা যাচ্ছিল আর ট্রাকটি বিপরীতদিক থেকে আসলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের বাসস্ট্যান্ডের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এতে বাস এবং ট্রাকের ১০ জন যাত্রী আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত ট্রাক চালক মাহাবুব হোসেন শুক্রবার সকাল নয়টায় দিকে মৃত্যুবরণ করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে