টাঙ্গাইলে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৮ পিএম
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়ায় সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।  শুক্রবার (১৭ জানুয়ারী ) সকালে শহরের ৬নং ওয়ার্ড কলেজপাড়া সাবেক কাউন্সিলর মরহুম শুকুর মিয়ার বাসার সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় চার শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,  ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সামছুল হক, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন সরকার,তাতীদল সাধারন সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল ও যুবদলের সদস্য মো: মেহেদী হাসান (জনি)প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে