ক্ষেতলালে বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
: | আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৬ পিএম : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৫ পিএম
ক্ষেতলালে বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ

জয়পুরহাটের ক্ষেতলালে টাকার বিনিময়ে আঃলীগ নেতার পুকুর সেচ দেওয়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে প্রধান শিক্ষক। ঝুঁকির মুখে শিক্ষার্থীরা। উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ের পাশেই আনুমানিক ১০-১২  বিঘা পরিমান একটি  পুকুর রয়েছে। পুকুরটিতে মাছ চাষ করেন ইউনিয়ন  আওয়ামী যুবলীগে স্থানীয় নেতা সেলিম রেজা। ওই পুকুরে পানি সেচ দেওয়ার জন্য ওই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে  লুজতার দিয়ে ঝুকিপূর্ণ ভাবে বিদ্যালয়ের মাঠ চিড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে  ওই আওয়ামী লীগ নেতার পুকুরে। কোথাও কোথাও সংযোগের তার বের হয়ে রয়েছে।  ঘটনাটি জানতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুগান্তর বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে লাইনম্যান ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে তাৎক্ষণিক  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।  অন্যদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। এ বিষয়ে ওই বিদ্যালয়ের দুজন শিক্ষিকা নাজমা বেগম ও রুজিনা পারভীন বলেন, আমরা'ত  বিষয়টি জানতাম না। আমরা জানি ওই সংযোগটি পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছে। আজকে জানতে পারলাম ওই সংযোগটি পুকুরে নিয়ে যাওয়া হয়েছে। পুকুরের মালিক ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সেলিম রেজা  বলেন, আমি কিছুদিন আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে সাময়িক কয়েক দিনের জন্য লাইন নিয়েছি। বিল যা হবে দিতে চেয়েছি।  এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক রেজা আল আমিনের  কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমি পল্লী বিদ্যুতের লোকের কাছে অনুমতি নিয়ে সংযোগ দিয়েছি।আপনারা নিউজ করে যা পারেন করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক রেজা আল আমিনের বাড়ী বিদ্যালয়ের পাশে। নিয়মিত তাকে স্কুলে পাওয়া যায়না।  স্কুল চলাকালীন অধিকাংশ সময় তার কৃষি জমিও  সংসার দেখাশোনা করতে দেখা যায়। নিয়মিত স্কুলে পাঠদান করেনা। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবু উমাম মাহবুবুল হক বলেন, এভাবে সংযোগ দেওয়ার কোন আইন নেই। এটি বেআইনি ও অপরাধ। খবর পেয়ে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন  বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে শুনলাম। আগামী রবিবার বিষয়টি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW