নীলফামারীর সৈয়দপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। এ বিষয় নিয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ আয়োজন করা হয়। ১৬ জানুয়ারী দিনব্যাপী সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মিলনায়তনে ওই প্রশিক্ষণের আয়োজন ছিল। প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা নির্বাচন দপ্তর। এটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল কুদ্দুস সরকার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো.সেকেন্দার আলী,সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজেদুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল কুদ্দুস সরকার জানান,ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৯০ জন তথ্যসংগ্রহকারী ও ২০জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তাদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ চলবে।