খোকন মোল্লার খুনিদের ফাঁসির দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০২:৪০ পিএম
খোকন মোল্লার খুনিদের ফাঁসির দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

জামায়াত নেতা খোকন মোল্লা হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা শাখা। গতকাল শুক্রবার বাদ আছর ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে চৈতন মোড় ঘুরে মিছিলটি ভেড়ামারা বাসষ্টান্ডে প্রতিবাদ সমাবেশ করে। সম্প্রতি কুষ্টিয়ার মিরপুরের বুরাপাড়ায় মিটন মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি রুপি জাসদের সন্ত্রাসী নাসির ও তার গ্যাং কর্তৃক জামায়াত কর্মী খোকন মোল্লা কে হত্যা করা হয়। হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠে পুরো কুষ্টিয়া জেলা। এরই ধরাবাহিকতায় ভেড়ামারা উপজেলা জামায়াত বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্টা করে নিহত খোকন’র রক্তের বদলা নেবো। এদেশ থেকে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের এক শ্রেনীর লোকেরা পৃষ্টপোষকতা দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একটি দল কে উদ্দ্যেশ করে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকন কে হত্যা করেছে। আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের পৃষ্টপোষকতা করে, হত্যার রাজনীতি করে, কয়েকটি কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়া যাবে না।  সাধারন জনগন এই সব রাজনীতি চাই না। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, তারেক আহমেদ, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে