ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৪ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাক-মোটরসাইকেল ভয়াবহ সংঘর্সের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। শনিবার দুপুর ২টার দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামা থেকে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেনÑ মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

এ বিষয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক (এএসআই) রনেশ বডুয়া জানান, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে